কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে শনিবার (২৩ অক্টোবর) সকালে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গণঅনশন, গণ অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে। শারদীয় দুর্গাপূজায় কুমিল্লা-চট্্রগ্রামসহ দেশের বিভিন্নস্থানে মন্ডপে হামলা, প্রতিমা ভাংচুর, অগ্নিসংযোগ ও হিন্দু সম্প্রদায়ের মানুষকে হত্যার প্রতিবাদে এ কর্মসূটি পালিত হয়। জেলা শহরের নয়আনী বাজার এলাকায় জেলা প্রশাসক ও দায়রা জজ কার্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়।
ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্যের সভাপতিত্বে গণঅনশনে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরল ইসলাম হিরো, সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মো. আখতারুজ্জামান, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি সমাজ সেবিকা রাজিয়া সামাদ ডালিয়া, জেলা বারের সাবেক সভাপতি সাংবাদিক অ্যাড, রফিকুল ইসলাম আধার, উদিচির জেলা সভাপতি শিক্ষাবিদ তপন সারোয়ার, জনউদ্যোগ আহবায়ক শিক্ষাবিদ আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা ঐক্য পরিষদ, যুব ও ছাত্র ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, যারা মন্দিরে হামলা করে প্রতিমা ভাংচুর ও মানুষ হত্যা করে তারা ইসলাম ধর্মের প্রকৃত অনুসারী নন। বাংলাদেশের জন্য সকল ধর্মের মানুষ রক্ত দিয়েছে। ১৯৭১ একটি অসাম্প্রদায়িক দেশের জন্য আমরা যুদ্ধ করেছি। কাজেই এদেশে ধর্মের নামে যা খুশি করা হবে আমরা তা মেনে নেবো না। প্রয়োজনে আমরা আবারো যুদ্ধে নামবো।