শেরপুরে হিজড়াদের জীবনমানের উন্নয়নে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জন কেনেডি জাম্বিল, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক হারুন অর রশিদ ও জেলা সমাজসেবা বিভাগের সহকারী পরিচালক আবু ইলিয়াস মল্লিক।
জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সহযোগী অধ্যাপক শিব শঙ্কর কারুয়া শিবু, সদর উপজেলা ভাইস-চেয়ারম্যান শামীম আরা বেগম, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, জেলা উদীচীর সভাপতি তপন সারওয়ার, প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাংবাদিক সঞ্জীব চন্দ বিল্টু, মানবাধিকার কর্মী শামীম হোসেন, নারী নেত্রী আইরীন পারভীন, আঞ্জুমান আলম লিপি, জেলা হিজড়া সম্প্রদায়ের সভাপতি নিশি আক্তার, সাধারণ সম্পাদক মোর্শেদা বেগম প্রমুখ। সভায় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা, সাংবাদিক, মানবাধিকার কর্মীগণ উপস্থিত ছিলেন।