হাসপাতালে ভর্তি হয়েছেন সংগীতশিল্পী লিজা। গতকাল রোববার সকালে তাকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, গতকাল রাতেই লিজার গলব্লাডারে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লিজার ছোট ভাই শুভ।
তিনি বলেন, ‘আপু, দীর্ঘদিন ধরে গলব্লাডারের সমস্যায় ভুগছিলেন। দিন দিন এটা বড় হচ্ছিল। গতকাল এটি অস্ত্রোপচার করা হয়েছে। ডাক্তার বলেছেন, আপু এখন শঙ্কামুক্ত। আমাদের সঙ্গে টুকটাক কথাও বলছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী কয়েকদিন তাকে হাসপাতালে থাকতে হবে। সবাই আপুর জন্য দোয়া করবেন।’
এদিকে, ‘ক্লোজআপ ওয়ান’ প্রতিযোগিতার সুবাদে সংগীতাঙ্গনে পা রাখেন লিজা। ২০১২ সালে প্রকাশ হয় তার প্রথম অ্যালবাম ‘লিজা পার্ট ওয়ান’।