ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে উপজেলার ইটখলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— উপজেলার সরচাপুর গ্রামের মৃত শামসুদ্দিনের ছেলে হারুন অর রশীদ (৬০) ও একই গ্রামের ওয়াহেদ আলীর ছেলে হাবিবুর (৪৫)।
স্থানীয়রা জানান, সরচাপুর থেকে প্রায় ২৫ শ্রমিক নিয়ে ট্রলিটি হালুয়াঘাট উপজেলার গোবরাকুড়া স্থলবন্দরে যাচ্ছিল। পথে ইটখলা নামক স্থানে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই শ্রমিকের মৃত্যু হয়।
এ সময় আহত হন দুজন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি শাহিনুজ্জামান খান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।