হালুয়াঘাটে ৭৫ পিচ ইয়াবা সহ মাদক ব্যাবসায়ী খোরম আলীকে আটক করেছে পুলিশ। খোরম নড়াই ইউনিয়নের কুমুরিয়া বস্তিপাড়া গ্রামের আরব আলীর পুত্র।
৫ মে শুক্রবার দিবাগত রাত আনুমানিক সাড়ে দশটার সময় গোপন সংবাদের ভিত্তিতে হালুয়াঘাট থানার এ এস আই ইসমাইল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে কুমুরিয়া বাজারের নিজ দোকান থেকে তাকে আটক করে। পুলিশ জানায়-খোরম একজন পেশাদার মাদক ব্যাবসায়ী।
এ বিষয়ে অফিসার ইনচার্জ কামরুল ইসলাম মিঞা বলেন, তার বিরুদ্ধে মাদক আইনে হালুয়াঘাট থানায় মামলা রুজো হয়েছে এবং আটক খোরমকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।