:কানিজ ফাতেমা কেয়া:
হারিয়ে যায় কতকিছু
সময়ের স্রোতের মাঝে,
পুরনো সময় রূপ বদলায়
নতুন রূপে সাজে।
রোজ সকালে যত্ন করে
পড়িয়েছে বাবা আমায়,
স্বপ্ন দেখিয়েছে সেই ছোট থেকেই
বড় হতে হবে মা তোমায়।
মা আমাকে যত্ন করে
শিখিয়েছে পথ চলতে,
মা-বাবা আমায় শিক্ষা দিয়েছে
সদা সত্য বলতে।
রোজ বিকালে খেলতে যাওয়া
সবাই মিলে হারিয়ে যাওয়া,
কত হাসি আর আনন্দ ছিল
সকলে মজার গান গাওয়া।
স্কুলে যেতাম প্রতিদিনই
পড়াতেই ছিল সুখ,
সকলে সদায় দেখতে পেত
আমাদের হাসি মুখ।
প্রতি পরীক্ষায় প্রথম হওয়া
কত প্রশংসা শুনতে পাওয়া,
শিক্ষকেরা কত করতো আদর
করতো সবাই অনেক দোয়া।
বান্ধবীরা সবাই মিলেমিশে
ভাগ করে খেতাম টিফিন,
সকলে বসে গল্প করতাম
ঘটত এসব প্রতিদিন।
সেই মধুর সময় হারিয়ে গিয়ে
এ কেমন দিন আজ এলো?
হবেনা কভু ফিরে পাওয়া
হারিয়ে যাওয়া দিনগুলো।