চট্টগ্রামের বাঁশখালীতে হাতি হত্যার অভিযোগে মোহাম্মদ কালাম ও তার ছেলে নেজামকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বন বিভাগের দায়ের করা একটি মামলায় সোমবার (১৩ ডিসেম্বর) তাদের কারাগারে পাঠান বাঁশখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মাঈনুল ইসলামের আদালত।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত ৩০ নভেম্বর বাশঁখালীর সাধনপুর ইউনিয়নের লটমনি পাহাড়ি এলাকায় একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় বাঁশখালী আদালতে হাতি হত্যার অভিযোগে মোহাম্মদ কালাম ও নেজামের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা করা হয়। এরপর বন বিভাগের কর্মকর্তারা হাতিটির সুরতহাল ও ময়নাতদন্ত শেষে মাটিচাপা দেয়।
এদিকে মামলাটির তদন্ত শেষে মোহাম্মদ কালাম ও নেজামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে বন বিভাগ। এরপর গতকাল (সোমবার) অভিযুক্তদের বাঁশখালী আদালতে হাজির করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম দক্ষিণের বন কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে বলেন, কৌশলে বাবা-ছেলেকে আমরা আদালতে হাজির করেছিলাম। আদালত তাদের কারাগারে পাঠিয়েছেন।
এদিকে গত ৬ নভেম্বর সাতকানিয়ার সোনাকানিয়া ইউনিয়ন থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনায় আদালতে মামলা করেছে বন বিভাগ। এর কয়েকদিন পর ১২ নভেম্বর বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে একটি ধানক্ষেত থেকে আরেকটি হাতির মরদেহ উদ্ধার করা হয়।
#জাগো নিউজ