করোনা মহামারি ও লকডাউনের কারণে কষ্টে থাকা শেরপুর শহরের হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে ৩২ হাজার টাকা মানবিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। রবিবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে এ সহায়তার অর্থ হস্তান্তর করেন। সম্প্রতি শেরপুর হরিজন পল্লীতে ১২ জন করোনা আক্রান্ত শনাক্ত হন এবং আরও কয়েকজনের মাঝে করোনার উপসর্গ দেখা দেয়। কিন্তু লকডাউনের কারণে আর্থিক সংকটে পড়ায় তাদের আয়-উপার্জন বন্ধ হওয়ায় আর্থিক সংকটে পড়েন। দিন এনে দিন খাওয়া হরিজন পল্লীর এসব বাসিন্দারা নগদ অর্থের অভাবে পরিবারের সদস্যদের নিয়ে খাবার কেনা ও চিকিৎসাসেবা নিতে পারছিলেন না। বিষয়টি নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগের পক্ষ থেকে জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদকে অবহিত করা হলে তিনি তাৎক্ষনিক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হরিজন পল্লীর বাসিন্দাদের মানবিক সহায়তার নির্দেশ দেন। রবিবার বিকেলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিজন পল্লীর বাসিন্দাদের মাঝে ৩২ হাজার টাকা অনুদান প্রদান করেন। হরিজন পল্লীর বাসিন্দা মুক্তা হরিজন জানান, আমরা খুব কৃতজ্ঞ প্রশাসনের প্রতি। জনউদ্যোগ নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। বিপদের সময়ে এভাবে ত্বড়িত সহায়তা পাবো ভাবিনি। এ সহায়তায় আমাদের খুব উপকার হবে।
শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ আল মামুন বলেন, জেলা প্রশাসকের নির্দেশক্রমে হরিজনপল্লীর কষ্টে থাকা ও করোনা আক্রান্ত ৩২ বাসিন্দার মাঝে নগদ ১ হাজার টাকা করে ৩২ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।