কয়েক দিনের প্রচণ্ড গরম আর তীব্র তাপদাহ কাটিয়ে আজ সন্ধ্যার পর এক পশলা স্বস্তির বৃষ্টিতে ভিজলো শেরপুর। রাত ৮ টার দিকে হঠাৎ ঠান্ডা বাতাস ও হালকা বৃষ্টিতে স্বস্তি ফিরেছে শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলাতেই। বৃষ্টির আগে খানিক সময়ের বাতাসে শীতল পরশ বুলিয়েছে প্রতিটি মানুষের গায়ে।
যদিও সকালে ঝলমলে রোদ ছিল আকাশে। একই সঙ্গে ছিল তীব্র গরম। হঠাৎ সন্ধ্যার দিকে বাতাস বইতে থাকে প্রতি উপজেলাতে। এ সময় বিভিন্ন জায়গায় ধুলো উড়তে থাকে। কয়েক মিনিটের মধ্যে নামে জোর বৃষ্টি। রাত ৮ টার দিকে শুরু হওয়া এই বৃষ্টি স্থায়ী না হলেও কিছুটা স্বস্তি ফিরেছে নাগরিক জীবনে।
এতে তাপমাত্রার পারদ নামার সঙ্গে সঙ্গে তীব্র সূর্য-তাপে পুড়তে থাকা শহরের ইট-পাথর ও পথ-ঘাটও শীতল হয়ে উঠেছে।