সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মো. নজরুল ইসলাম। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
নজরুল ইসলাম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এম এ এন ছিদ্দিকের স্থলাভিষিক্ত হলেন।
নজরুল ইসলাম ১৯৮৪ সালের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা হিসেবে যোগদান করেন। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গত বছরের ১৫ ডিসেম্বর তাকে ভারপ্রাপ্ত সচিব মর্যাদায় পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়। গত ২৪ জুলাই তিনি সচিব হিসেবে পদোন্নতি পান।
শেরপুর জেলার গর্বিত সন্তান হিসাবে আমরা শেরপুর টাইমস পরিবার তাকে অভিনন্দন জানাই