পেশাগত দায়িত্ব পালন কালে সড়ক দূর্ঘটনায় আহত হয়েছেন ডিবিসি নিউজের শেরপুর প্রতিনিধি ও শেরপুর টাইমস ডটকমের স্টাফ রিপোর্টার ইমরান হাসান রাব্বী। আজ রবিবার দুপুরে রিক্সায় জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয়ে যাওয়ার সময় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সংবাদ সংগ্রহে যাওয়ার পথে শহরের নবীনগর ফারুকিয়া দারুসালাম মাদ্রাসার সামনে পৌঁছালে পেছন থেকে দ্রুতগামী একটি ইজিবাইক ইমরানকে বহনকরা রিক্সাটিকে সজোরে ধাক্কা দিলে রিক্সাটি দুমড়ে-মুচরে যায় সেইসাথে রিক্সায় থাকা সাংবাদিক ইমরান রাস্তার পাশে পুকুরে পড়ে গুরুতর আহত হয়। পরে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপলের সহায়তায় শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা ঘটনাস্থল থেকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসকরা।
এদিকে শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক সাবিহা জাহান শাপলা, এসএ টিভির জেলা প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টা প্রভাষক মহিউদ্দিন সোহেল, শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের সকল সদস্য এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইমরানের আশু সুস্থ্যতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন।