সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করে সাদা রঙের রশ্মি বিকিরণ করা সরাসরি চোখে লাগা ক্ষতিকর চায়না লাইট ধ্বংস করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী শহরে।
আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) লুবনা শারমিনের সমন্বয়ে উপজেলা স্কাউটদের নিয়ে এ অভিযান পরিচালিত হয়।
এসময় শহরে চলাচলকারী ব্যাটারি চালিত চার্জার রিক্সা, মোটরসাইকেল এবং ট্রলি ও ভটভটি থামিয়ে সামনে থাকা ক্ষতিকর লাইটগুলো ভেঙ্গে ফেলা হয়। প্রথম দিনের অভিযানে প্রায় অর্ধশত লাইট ভেঙ্গে চোখের ক্ষতি করে না এমন লাইট এবং ট্রলি ও ভটভটিতে একটির স্থলে দুইটি করে লাইট স্থাপনের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান জানান, আজ প্রাথমিকভাবে কিছু সময় এ অভিযান পরিচালনা করা হলো। পরবর্তী সময়ে এ ধরণের আরও অভিযান পরিচালিত হবে।