নেটফ্লিক্সের অরিজিনাল সিরিজ ‘দ্য চোজেন ওয়ানে’র শ্যুটিং চলছিল সান্টা রোজালিয়াতে। এতে অংশ নিয়েছিলেন অভিনেতা রেমুন্ডো গুরডানো ও জুয়ান ফ্রান্সিকো আগুলিয়া। কে জানত কাজটি শেষ না করেই তাদের চলে যেতে হবে না ফেরার দেশে? এমনটাই হয়েছে। শ্যুটিং চলাকালীন এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তারা।
১৬ জুন রেমুন্ডো ও জুয়ান একটি ভ্যানে চেপে স্থানীয় বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেছিলেন। কিন্তু মুলেগার কাছের এক রাস্তায় ধাক্কা লেগে ভ্যানটি হঠাৎ উল্টে যায়। এ সময় দুর্ঘটনায় আহত হয়ে প্রাণত্যাগ করেন এই দুই অভিনেতা।
মৃত্যুর পর সনাক্ত করা যাচ্ছিল না রেমুন্ডো ও জুয়ানকে। পরে বাজা ক্যালিফোর্নিয়ার প্রশাসন এসে চিহ্নিত করে তাদের। তারা জানায়, ঘটনাস্থলে নিহত ব্যক্তি দুজন হচ্ছেন অভিনেতা রেমুন্ডো গুরডানো ও জুয়ান ফ্রান্সিকো আগুলিয়া। তাদের সঙ্গে আরও চারজন আহত হয়েছেন। আহতদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
এদিকে রেমুন্ডো ও জুয়ানের মৃত্যুতে স্থগিত করা হয়েছে সিরিজটির শ্যুটিং। ফের কবে নাগাদ শ্যুটিং শুরু হবে সে বিষয়েও কিছু জানায়নি সিরিজটির প্রযোজনা সংস্থা ‘রেডরাম’। এ বিষয়ে ওটিটি মাধ্যম নেটফ্লিক্সও মুখ খুলতে রাজি হয়নি।