অসহায়, দরিদ্র মানুষের জন্য নিয়মিত কাজ করে যাচ্ছে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জনকল্যাণ সংস্থা। দরিদ্র শিক্ষার্থী ও হতদরিদ্র মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে সমাজের কল্যাণমূলক বিভিন্ন কাজে নিয়মিত অংশ নেয়ার ধারাবাহিকতায় ২৬ মার্চ সোমবার জনকল্যাণ সংস্থা আয়োজন করে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচির। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মির্জাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রক্তদিন জীবন বাঁচান-রজীবা ও ইয়াংস্টার সানরাইজ ক্লাবের সহযোগিতায় সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই কর্মসূচিতে স্থানীয় জনগণ বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করেন। এসময় অন্যের জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা সম্পর্কে স্থানীয়দের মাঝে প্রচারণাও চালানো হয়।
উক্ত কর্মসূচিতে সংগঠনটির সভাপতি বুলবুল আহম্মেদের সভাপতিত্বে পরিচালক রাজিবুল হাসান সাধারন সম্পাদক সেতু, শাউন, জিহান, শাহিন, মামুন, টুটুল, নাহিদ, ফুরকান, সাঈদী রেজুয়ান, বাবু জিসান,সাইদ, অতিথীবৃন্দের মধ্যে আব্দুল্লাহ আল হাসান খুররম,মেসবাউল হক বাবু , সুলতান মাহমুদ, সুরুজ আলী, জহুরুল ইসলাম, সিদ্দিকুর রহমান, হারেজ উদ্দিন, সেলিম মিয়া, গোলাম রব্বানী, সায়েম, শিবলু, মাহমুদুল হাসান দীপ, সজিব রানা প্রমুখ উপস্থিত ছিলেন।