দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে জাতির জনকের নৌকা, শেখ হাসিনার নৌকা ও শান্তির প্রতিক নৌকায় ভোট দিয়ে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে দেশ পরিচালনার দায়িত্বে পুনরায় নির্বাচন করার জন্য নকলা-নালিতাবাড়ীর জনগণের প্রতি উধাত্ত্ব আহবান জানিয়েছেন, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বুধবার সন্ধায় নকলা শেখ রাসেল স্মৃতি স্টেডিয়াম প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সর্বশেষ নির্বাচনী প্রচারণার জনসভায় বক্তব্য প্রদানকালে আরো বলেন, ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি সরকারের আমলে বাংলাদেশ চারবার দুর্নিতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ২০১৪ সনের নৈরাজ্যে তারা বাংলাদেশের ৩ হাজার ২শ ৩৬টি তাজা প্রাণ আগুণে পুড়িয়ে মেরেছে।
হাওয়া ভবনের মাধ্যমে দেশের সম্পদ লুটে পুটে খেয়েছে। বর্তমানে তারা স্বাধীনতা বিরোধী শক্তিকে সঙ্গে নিয়ে আবারো দেশের নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে। এ অবস্থায় দেশের শান্তি সমৃদ্ধি বজায় রাখতে দেশবাসীকে সজাগ থেকে আসন্ন নির্বাচনে নৌকা প্রতিককে বিজয়ী করতে হবে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, নকলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা চেয়ারম্যান মাহবুবুল আলম, সাবেক উপজেলা চেয়ারম্যান শাহ মোঃ বুরহান উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক, জাতীয় পার্টির জেলা সহ-সভাপতি শওকত সাঈদ ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামীলীগের নেতা আব্দুল হালিম উকিল প্রমুখ। সভায় মতিয়া চৌধুরী হাজার হাজার ভোটারদের হাত তুলে নৌকায় ভোট প্রদানের সম্মতি গ্রহণ করেন।