বিশ্ব ভালবাসা দিবসে স্ত্রীর কানমলা খেলেন ভূটানের সাবেক প্রধানমন্ত্রী শেরিং তোবগে। এমন একটি ছবি ব্যাপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
এমন ছবি পোস্ট করা মাত্রই দ্রুত ভাইরাল হয়ে পড়ে ইন্টারনেটে। অনেকে এর ব্যাপক প্রশংসা করেছেন। কেউ শেরিং তোবগেকে জিজ্ঞেস করেছেন তাঁর স্ত্রী কেন তাঁর কান মলে দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে শেরিং জানান, ভ্যালেনটাইন’স ডে’তে স্ত্রীকে গোলাপ কিনে না দেওয়ায় তাঁর এ পরিণতি।
অনেকে এই ছবিকে এবারের ভালবাসা দিবসের সেরা ছবি হিসেবে আখ্যায়ত করেছেন।
এর আগেও গত বছরে তোবগের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শোরগোল ফেলেছিল। গত বছরে ভাইরাল হওয়া ছবিতে দেখা গিয়েছে, কাদাযুক্ত পথে পিঠে স্ত্রীকে নিয়ে যাচ্ছেন তোবগে।
২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত তোবগে (৫৩) ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন। তথ্যসূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, এলিভেন মিয়ানমার।
সূত্র: ইত্তেফাক