দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চলছে মেসি-রোনালদোর যুদ্ধ। কারো মতে মেসি এগিয়ে, আবার কারো পছন্দ ক্রিস্টিয়ানো রোনালদো। এবার এই প্রশ্নে নিজের অবস্থান পরিষ্কার করেছেন সাবেক লিভারপুল ও ইংলিশ তারকা স্টিভেন জেরার্ড।
বর্তমানে অ্যাস্টন ভিলার কোচের দায়িত্ব পালন করছেন জেরার্ড। সম্প্রতি ওভারল্যাপ ইউটিউব চ্যানেলে তারই সাবেক সতীর্থ গ্যারি নেভিল তাকে প্রশ্ন ছুঁড়ে দেন, মেসি-রোনালদোর মধ্যে কে সেরা?
প্রশ্ন শুনে কালক্ষেপণ না করেই জেরার্ড উত্তর দিয়ে দেন। তিনি বলেন, আমার মতে লিওনেল মেসিই সেরা।
অবশ্য ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসাও করেছেন জেরার্ড। মেসিকেই সেরা হিসেবে বেছে নেয়ার পেছনে কারণও জানান অল রেডদের এই সাবেক অধিনায়ক। তিনি বলেন, আমি কখনোই রোনালদোকে খাটো করে কোন কিছু বলবো না। কারণ তিনি একজন কিংবদন্তি।
লিভারপুলের সাবেক এই তারকা মিডফিল্ডার গত মার্চে ‘দ্য গ্রেটেস্ট গেম ইন জেমি ক্যারাঘার’ শোতে উপস্থিত হন। সেখানে জেরার্ডকে পাঁচ সদস্যের একটি দল বানানোর প্রস্তাব দেন জিমি ক্যারাঘার।
গিভ মি স্পোর্টের মতে, জেরার্ড এখানেও রোনালদোর বদলে মেসিকে বেছে নেন। তিনি সেখানে বলেন, এমন অনেক ফুটবলার আছে যারা অন্য ফুটবলারদের চেয়ে একটু আলাদা কিন্ত তাদের চেয়ে আবার মেসি-রোনালদো আলাদা।
তিনি যোগ করেন, কিন্ত আমার দলে রোনালদো থাকছে না। আমার কাছে আপনি দলের জন্য কি করছেন সেটাই গুরুত্বপূর্ণ। রোনালদো আপনাকে কিছু জিততে সহায়তা করবে কিন্ত আমি সর্বদাই দলগত খেলাকে প্রাধান্য দেবো, তাই আমি সেদিকেই যাবো।