শাহাজাদা স্বপন : শেরপুরের নকলা উপজেলার নকলা পাইলট উচ্চ বিদ্যালয় জাতীয়করণ ঘোষনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছে স্কুল কর্তৃপক্ষ । এসময় স্কুলের শিক্ষক,শিক্ষার্থী ও স্থানীয়রা স্বতস্ফুর্ত অংশ গ্রহন করে ।
সোমবার দুপুরে স্কুল চত্তর থেকে বর্ণাঢ্য একটি র্যালী বিভিন্ন বাদ্যযন্ত্রের তালে তালে কয়েক সহস্্রাধিক শিক্ষার্থী শিক্ষক ও স্থানীয়রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় ।
এসময় র্যালির অগ্রভাগে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শাহ মো: বোরহান উদ্দিন, উপজেলা আওয়মীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান,সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান, বর্তমান প্রধান শিক্ষক ওমর ফারুক, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য যথাক্রমে শহিদুল ইসলাম, আব্দুর রশিদ সরকার, খলিলুর রহমানসহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ উপজেলার সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন ।