ফেনীতে স্কুল-কলেজ চলাকালে ক্যাম্পাসের বাইরে আড্ডা দেওয়ার সময় ২৫ ছাত্রছাত্রীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরে শহরের বিজয়সিংহ দিঘীরপাড় থেকে তাদের আটক করা হয়। পরে বিকালে মুচলেকা নিয়ে অভিভাবকদের হাতে তাদের তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফেনীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে শহরের বিভিন্ন স্থানে আড্ডা-গল্পে সময় নষ্ট করে আসছিল।
বিশেষ করে শহরের জিরোপয়েন্টে রাজাঝির দিঘীরপাড় ও মহিপালসংলগ্ন বিজয়সিংহ দিঘীরপাড়ে ইউনিফর্ম পরে শিক্ষার্থীদের নিয়মিত ঘোরাঘুরি করতে দেখা যায়।
সম্প্রতি শিক্ষাপ্রতিষ্ঠান চলাকালে সব ধরনের বিনোদন কেন্দ্রে ইউনিফর্ম পরা শিক্ষার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। কিন্তু তাতেও কাজ হচ্ছিল না। এ অবস্থায় স্কুল-কলেজ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে আড্ডা দেওয়া ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান চালানো হয়।
রোববার দুপুরে মহিপালসংলগ্ন বিজয়সিংহ দিঘীরপাড় এলাকায় অভিযান চালান জেলা পুলিশের কুইক রেসপন্স টিমের সদস্যরা। এ সময় ২৫ শিক্ষার্থীকে আটক করে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়।
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, আটক শিক্ষার্থীদের মধ্যে ১১ জন ছাত্র ও ১৪ জন ছাত্রী। মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়েছে।
#যুগান্তর