শেরপুর জেলা শহরের সজবরখিলা এলাকার ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রীনিবাসে আনুশকা আয়াত বন্ধন (১৪) নামে নবম শ্রেনীর ছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যার অভিযোগ তুলে শ্রীবরদীতে বুধবার (১০ জুলাই) বিকালে সংবাদ সম্মেলন করেছে বন্ধনের পরিবার। বুধবার বিকালে প্রেসক্লাব শ্রীবরদীর অস্থায়ী কার্যালয়ে বন্ধন হত্যার সুষ্ঠু তদন্ত করে হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবী তুলে বক্তব্য রাখেন বন্ধনের বাবা আনোয়ার জাহিদ বাবু মৃধা ও বন্ধনের মা শিউলী বেগম। এসম উপস্থিত ছিলেন বন্ধনের ছোট বোন সাফা আয়াত বর্ণ, জ্যাঠা বিল্লাল হোসেন, ফুফা গোলাম রাব্বানী সুলতান, ফুপু রুমি বেগম ও খালাত বোন নিশি প্রমূখ।
উল্লেখ্য শ্রীবরদীর পুর্ব ছনকান্দা গ্রামের ওমান প্রবাসী আনোয়ার জাহিদ বাবু মৃধার মেয়ে বন্ধন জেলা শহরের ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের ছাত্রী নিবাসে থেকে নবম শ্রেনীতে পড়াশুনা করত। শনিবার বন্ধনকে নিজ কক্ষে ওড়না পেচিয়ে ঝুলে থাকতে দেখে এক ছাত্রী। পরে স্কুল কর্তৃপক্ষ তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। এ সময় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। মৃত বন্ধনের পরিবারের দাবী তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
এ ব্যাপারে মৃত বন্ধনের বাবা আনোয়ার জাহিদ বাবু মৃধা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। বন্ধন হত্যায় জড়িত থাকার অভিযোগে ফৌজিয়া মতিন পাবলিক স্কুলের পরিচালক আবু ত্বাহা সাদি (৫২) সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। পরবর্তীতে তাদের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।