শেরপুরের শ্রীবরদীতে সৌর বিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ প্রকল্প বাস্তবায়নের জন্য মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাতে তাতিহাটি জনকল্যাণ ফাউন্ডেশনের হলরুমে এ মতবিনিম সভা অনুষ্ঠিত হয়।
শ্রীবরদী এমএনবিপি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক লুৎফর রহমান বিএসসি’র সভাপতিতেত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. আলী হোসেন। এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশক্রমে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড জিওবি, বাপবিবো এবং এডিবি অর্থায়নে কৃষক ভাইদের সার্বিক উন্নয়নের কথা বিবেচনা করে কৃষকদের মাঝে সৌর বিদ্যুৎ চালিত পাম্পিং সিস্টেমের বিস্তারের জন্য বিশেষ অনুদান দিয়ে অত্যন্ত কম মূল্যে সৌর বিদ্যুৎ চালিত পাম্প বিক্রয়ের প্রকল্প গ্রহণ করেছে। এই প্রকল্পের অধীনে ২১টি জেলার ৩২টি পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকার ৫টি ক্যাটাগরির (৩-১৫ অশ্ব শক্তি) ২.০০০ সৌর বিদ্যুৎ চালিত অগভীর সেচ পাম্প স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।
অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন আশরাফ উদ্দিন, এজিএম (এমএম), শ্রীবরদী সাব জোনাল অফিসের এজিএম আবুল কালাম আজাদ, ওয়্যারিং পরিদর্শক আবুল কালাম আজাদ, শ্রীবরদী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিছুর রহমান খোকন, বিশিষ্ট ব্যবসায়ী ও সেনাবাহিনীর অব: ওয়ারেন্ট অফিসার মাসুদুর রহমান ও পল্লী বিদ্যুতের ইলেকট্রিশিয়ান মাসুদ রহমান প্রমূখ। এছাড়া উপজেলার চৌরাস্তা ও খঞ্চেপাড়া বাজারেও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।