ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ। মুশফিক-মুমিনুলরা যখন ইন্দোরে ভারতের বিপক্ষে লড়ছিলো তখন সাভারে ভারতকে নিয়ে ছেলেখেলা করলো শান্ত-সৌম্যরা। সৌম্য সরকার ও নাজমুল ইসলাম শান্তর অর্ধশতকে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ।
ইমার্জিং এশিয়া কাপের ম্যাচে বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আরফান জাফরের শতকে নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৪৬ রান তোলে ভারত। ৯৮ বলে ১০৫ রান করার পথে ৮টি চারের পাশাপাশি ৩টি ছক্কা হাঁকান জাফর। বাংলাদেশের সুমন খান নেন ৪ উইকেটে।
জবাবে ব্যাট করতে নামা বাংলাদেশকে সহজ জয় এনে দেন ওপেনার সৌম্য সরকার ও অধিনায়ক নাজমুল ইসলাম শান্ত। ৬৮ বলে ৭৩ রান করেন সৌম্য। মাত্র ৬ রানের জন্য শতক পাননি শান্ত। ৮৮টি বলে ৯৪ রান করেন তিনি। ১৪টি চার ও ২টি ছয়ের মার আসে তার ব্যাট থেকে।
৪২.১ ওভারে ৬ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় লাল সবুজের জার্সিধারীরা।