সৌদি বাদশাহ সালমানের ব্যক্তিগত দেহরক্ষী মেজর জেনারেল আব্দুল আজিজ আল-ফাঘামকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনা ঘটে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করা হলে এ বিষয়ে কেউ কোনো মন্তব্য করতে রাজি হননি।
সৌদি আরবের আল-আরাবিয়া টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, আল-ফাঘাম ব্যক্তিগত দ্বন্দ্বে জড়িয়ে গুলিবিদ্ধ হন। পরে তার মৃত্যু হয়।
মক্কা পুলিশের মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি আরও জানায়, আল-ফাঘাম তার এক বন্ধুর বাসায় অপর এক বন্ধুর সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হয়। সেই বন্ধুর গুলিতে তিনি আহত হয়েছিলেন। সে সময় আরও পাঁচজন নিরাপত্তা কর্মীও আহত হন বলেও জানানো হয়।
প্রসঙ্গত, আল-ফাঘাম প্রয়াত বাদশাহ আব্দুল্লাহরও ব্যক্তিগত দেহরক্ষী ছিলেন।