শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত সোহাগপুর বিধবাপল্লীর বীরঙ্গনা ও শহীদ জায়াদের পরিবারের ৪৫ জনের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) দুপুরে শেরপুর জেলা পুলিশের আয়োজনে সোহাগপুর বিধবাপল্লীতে বীরঙ্গনা ও শহীদ জায়াদের পরিবারের হাতে ঈদ উপহার সামগ্রী তুলে দেন শেরপুর জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম। উপহার সামগ্রীর মধ্যে ছিল- শাড়ী, লুঙ্গি, চাল, সেমাই, নুডলস, চিনি, গুড়ো দুধ ও সাবান।
এসময় উপস্থিত ছিলেন, শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, নালিতাবাডী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া, ওসি তদন্ত আমিনুল ইসলাম প্রমুখ। জেলা পুলিশ সুপার মোনালিসা বেগম বীরঙ্গনা ও শহীদ জায়া পরিবারের সদস্যদের সার্বিক খোঁজখবর নেন।