আজ ২৫ জুলাই, শেরপুরের সোহাগপুর গণহত্যা দিবস। মুক্তিযুদ্ধ চলাকালে আজকের এইদিনে নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের নিভৃত পল্লী সোহাগপুরে মৃত্যুদন্ডপ্রাপ্ত জামাত নেতা কামরুজ্জামানের প্রত্যক্ষ সহযোগীতায় পাক সেনারা সীমান্তবর্তী সোহাগপুর গ্রামে চালায় গণহত্যা, ধর্ষন, লুটপাট ও অগ্নি সংযোগ। ৬ ঘন্টা তান্ডব চালিয়ে গুলি করে ও বেয়নেট দিয়ে খুচিয়ে নিরহ ১৮৭ জন পুরুষকে হত্যা করে। এতে স্বামী হারিয়ে ৬৩ জন নারী হন বিধবা।
সোহাগপুর গণহত্যা দিবস উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে নালিতাবাড়ীর বীরকন্যা পল্লীতে স্থাপিত স্মৃতি স্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম। পরে জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএমের সভাপতিত্বে আলোচনা সভা, দোয়া মাহফিল ও শহীদ জায়াদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।
এসময় সহকারী পুলিম সুপার জাহাঙ্গীর আলম, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ জেলা পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।