ছাত্রলীগের হামলা এবং নেতাদের গ্রেফ্তারের প্রতিবাদে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে সকাল ১০টায় পতাকা ও বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। রোববার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর পরীবাগে এক সংবাদ সম্মেলনে একথা জানান বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহ্বায়ক লুৎফর নাহার নীলা ও শফিউল আলম।
লুৎফর নাহার নীলা বলেন, দেশের বিভিন্ন জায়গায় আন্দোলনরত শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলা এবং রাশেদসহ তাদের তিন নেতাকে গ্রেফতারের প্রতিবাদে এই পতাকা ও বিক্ষোভ মিছিল করা হবে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তার ঘোষণা অনুযায়ী প্রজ্ঞাপন জারি করলে আমরা এ আন্দোলন থেকে সরে দাঁড়াব। আর যদি প্রজ্ঞাপন জারি করা না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।