১৯৭১ সালের ২৪ নভেম্বর সূর্যদী গ্রাম ও আশপাশের এলাকা ভেসেছিল রক্তের বন্যায়। স্বাধীনতা যুদ্ধের সময় এদেশীয় দোসর আলবদর, রাজাকারদের মাধ্যমে খবর পেয়ে হানাদাররা মুক্তিযোদ্ধা ও আশ্রয়দাতা গ্রামবাসীকে শায়েস্তা করতে ছুটে যায় ওই গ্রামে। বর্বর পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে প্রাণ হারিয়েছিল দুই মুক্তিযোদ্ধাসহ ৪৯ জন নিরীহ গ্রামবাসী। পুড়ে ছাই হয়ে গিয়েছিল প্রায় ২শ ঘরবাড়ি। স্বজন হারানোর বেদনায় এখনো ভারাক্রান্ত সূর্যদী গ্রামবাসী।
এবার ঈদে শেরপুর সদরের সূর্যদী এলাকার শহীদ ও যুদ্ধাহত পরিবারের স্বজনরা পেলেন জেলা প্রশাসকের ঈদ উপহার। শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব’র নিজস্ব ব্যবস্থাপনায় ৫০টি পরিবারের মাঝে এই ঈদ উপহার দেওয়া হয়। শনিবার (২৩ মে) বিকালে ওই এলাকায় ঈদ উপহার তুলে দেন এনডিসি মিজানুর রহমান। এসময় শহিদ পরিবারের স্বজনরা জেলা প্রশাসকের ঈদ উপহার হাতে পেয়ে আবেগে আপ্লুত হন।
এনডিসি মিজানুর রহমান জানান, শেরপুর জেলা প্রশাসক আনার কলি মাহবুব স্যারের নিজস্ব ব্যবস্থাপনায় ৫০ টি পরিবারকে ঈদ উপহার দেওয়া হয়েছে। এছাড়াও জেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ পরিবারের সার্বিক সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন তিনি।