মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘ সূর্যদীর গল্প ‘ মঞ্চায়নের এক বছর পূর্তি উপলক্ষে নাটকের নির্দেশক এবং কুশিলবদের নিয়ে পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৮ মার্চ সোমবার বিকেলে নিউ মার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে নির্দেশক অধ্যাপক শিব শংকর কারুয়ার সভাপতিত্বে এ পুনর্মিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেই সাথে ইফতার পূর্ব মুহুর্তে ইতিমধ্যে মারা যাওয়া নাট্যজন সাংস্কৃতিক ব্যাক্তিত্বদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
এ সময় অন্যানের মধ্যে নাটকের সহকারী নির্দেশক এস এম আবু হান্নান, সংগীত পরিচালক অধ্যাপক তপন সারোয়ার, ব্যবস্থাপনা সহকারী মো.আবুল কালাম আজাদ, নাট্যশিল্পী মলয় মোহন বল,শিক্ষক মো. সুরুজ্জামান,মো. এরশাদ আলী, প্রভাষক আবু হানিফ, মো. এনামুল হক, তোহিদা স্বাধীন, পুজা পাল, ডা. গোলাম মোস্তফা,শিক্ষক মো. রানা,বকুল, শুভংকর সাহা,অর্ক, অন্তু প্রমুখ উপস্থিত ছিলেন।
শেরপুর সদর উপজেলার কামারিয়া ইউনিয়নের সূর্যদী গ্রামে মুক্তিযুদ্ধের সময় ঘটে যাওয়া এক মর্মান্তিক গণহত্যাকে কেন্দ্র করে রচিত এ নাটকটি ইতিমধ্যে বেশ সাড়া জাগিয়েছে।