সুস্থতার পথে খাইরুন সুন্দরীর অভিনেতা ও শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল্লাহ তালুকদার মুকুল ওরফে মুকুল তালুকদার। তাঁর শারীরিক উন্নতির ফলে গতকাল বৃহস্পতিবার সম্মিলিত সামরিক হাসপাতাল তাঁকে রিলিস দিয়েছেন।
গত ৯ এপ্রিল রবিবার মুকুল তালুকদার রাজধানীর কাকরাইল এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। এতে তাঁর
দুটো পা মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়। পরে তাঁকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই দীর্ঘ ২৫ দিন তাঁর চিকিৎসা চলে। তবে তাঁর পায়ের উন্নতি হওয়ায় চিকিৎসক তাঁকে রিলিস দিয়েছেন।
তবে মুকুল তালুকদারের পরিবার সূত্রে জানা গেছে, তিনি পুরোপুরিভাবে সুস্থ হতে বেশ কয়েক দিন সময় লাগবে।
উল্লেখ, মুকুল তালুকদার খাইরুন সুন্দরীসহ বেশকিছু ছবিতে অভিনয় করেছেন। তাছাড়া সম্প্রতি “মানুষ কেন অমানুষ হয়” নামে একটি ছবিতে কাজ করছে। এই ছবিতে প্রয়াত জনপ্রিয় অভিনেতা মিজু আহমেদের অভিনয় করার কথা ছিল।