গত ১১ নভেম্বর শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় স্থগিত সাত কেন্দ্রের পূণরায় ভোট গ্রহণ শুরু হয়েছে আজ ৩০ নভেম্বর।
সকাল আটটা থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এ ভোটগ্রহণ চলছে। ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত।
কেন্দ্রগুলো হচ্ছে কামারেরচর ইউনিয়নের ৬নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৭নং চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুড়িয়া ইউনিয়নের গনইবড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ও মহিলা, চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চরশেরপুর ইউনিয়নের নাগপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কামারিয়া ইউনিয়নের খুনুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।
সদরের পাকুরিয়া চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দায়িত্বে থাকা পিজাইডিং কর্মকর্তা ফরিদ আহম্মেদ বলেন, দুপুর আড়াইটা পর্যন্ত প্রায় ১৯’শ ভোটার তাদের ভোট প্রদান করেছেন। এ কেন্দ্রে মোট ২ হাজার ৮শ২৪ জন ভোটার। সকাল থেকে অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।