শাসন-প্রশাসনে সুশাসন নিশ্চিত করার দাবিতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বুধবার সকাল ১১টার দিকে ইউএনও রুবেল মাহমুদের কাছে তার কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেয়।
ওই স্মারকলিপিতে, মুখ বা দল না দেখে আইনের কঠোর প্রয়োগ এবং প্রশাসনের নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা, দূর্নীতিবাজ, লুটপাটকারী, দলবাজ, চাঁদাবাজ, ক্ষমতাবাজ, ক্ষমতার অপব্যবহারকারী, গুন্ডা-পান্ডা-মাস্তান, নারী ও শিশু নির্যাতন, ধর্ষক, মাদককারবারীসহ কোন অপরাধীই যেন রাজনৈতিক-প্রশাসনিক আশ্রয়-প্রশয় না পায়, প্রশাসনকে সাধারণ মানুষের ন্যায়-বিচার ও প্রতিকার পাওয়ার সাংবিধানিক অধিকার সুনিশ্চিত, সকল ক্ষেত্রে জনগণের উপর হয়রানী-অবিচার-অবহেলা বন্ধ করার দাবি জানানো হয়েছে।
স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, জেলা জাসদ ছাত্রলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম মান্নান, উপজেলা জাসদ ছাত্রলীগের সভাপতি আনিস আহামেদ প্রমুখ।