মুক্তিযুদ্ধকালীন ৪ নম্বর সেক্টরের কমান্ডার ও বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি মেজর জেনারেল (অব.) চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত) বীর উত্তমের স্মরণে শেরপুরের ঝিনাইগাতীতে নিরবতা পালন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় উপজেলা সদর বাজারে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কে দাঁড়িয়ে আধঘন্টাব্যাপী এ নিরবতা পালন করা হয়। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ঝিনাইগাতী উপজেলা শাখা এ আয়োজন করে।
এ সময় আয়োজক সংগঠনের সভাপতি রবেতা ম্রং , সাধারণ সম্পাদক জীবন কুমার চক্রবর্তী, সাংঠনিক সম্পাদক প্রমোদ চন্দ্র রায় প্রমুখ।