শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার সিলেট জেলায় যোগদান করেছেন । গত ২১ আগষ্ট অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট ১) হাবিবুর রহমান বিপিএম(বার),পিপিএম স্বাক্ষরিত এক পরিপত্রের প্রেক্ষিতে সোমবার(১১ সেপ্টেম্বর) দুপুরে তিনি জেলা পুলিশ সুপার কার্যালয়ে যোগদান করেন।
এসময় জেলা পুলিশ সুপার মনিরুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার(দক্ষিন) ডক্টর রাউফুন বসুনিয়া,অতিরিক্ত পুলিশ সুপার(উত্তর) মো: হাসনাত ও এএসপি (ডিএসবি) মো: আফসার তাকে ফুল দিয়ে বরণ করে নেন। দায়িত্ব পালনে তিনি এলাকার সর্বস্তরের জনগন,জনপ্রতিনিধি,রাজনীতিবীদ, সাংবাদিক ও সুশীল সমাজের সহযোগিতা কামনা করেছেন।
এর আগে তিনি শেরপুর জেলায় অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্ব পালন করেন।