গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সিরাজগঞ্জ জেলা শাখার অভিষেক ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। ২৬ নাভেম্বর শুক্রবার দিন ব্যাপী সিরাজগঞ্জ পাবলিক লাইব্রেরী মিলনায়তনে সিরাজগঞ্জ গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের আয়োজনে এ অভিষেক অনুষ্ঠান ও সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জ গাঙচিল সভাপতি মাহমুদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অভিষক অনুষ্ঠান উদ্বোধন করেন গাঙচিল প্রতিষ্ঠাতা মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্রকার খান আখতার হোসেন। এসময় প্রধান অতিথি ছিলেন খুলনা বিভগের কার্যকরী সভাপতি মো. সিরাজুল ইসলাম।
এছাড়া অন্যান্য অতিথি’র মধ্যে উপস্থিত ছিলেন, গাঙচিলের নির্বাহী সমন্বয়ক শিউলি খান, কো-চেয়ারম্যান মনজু খন্দকার, কেন্দ্রীয় মিডিয়া সমন্বয়ক হারুনুর রশিদ, ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক রাশেদ আরজু, রাজশাহী বিভাগের সভাপতি নাবিউল ইসলাম গাজী ও সাধারণ সম্পাদক অধ্যাপক এবি সিদ্দিক, ময়মনসিংহ বিভাগের সভাপতি রফিক মজিদ, বগুড়া জেলার সভাপতি রাব্বানী সরকার, নাটোর জেলার সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, পাবনা জেলার সভাপতি ফিরোজ খান ও সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, মেহেরপুর জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমূখ।
সিরাজগঞ্জ জেলা শাখার নতুন কমিটি’র অভিষেক পর্ব শেষে ময়মনসিংহ বিভাগের সভাপতি সাংবাদিক ও লেখক রফিক মজিদের লেখা একক কাব্য গ্রন্থ ‘অদৃশ্য অনুভূতি’, মুক্তিযুদ্ধ বিষয়ক ভ্রমনকাহিনী গ্রন্থ ‘মেঘালয়ে ফিরে দেখা-৭১’ ও শেরপুর গাঙচিলের ৩০ কবি যৌথ কাব্য গ্রন্থ ‘শেরপুর গাঙচিলকন্ঠ কবি ও কবিতা’ এবং কেন্দ্রীয় মিডিয়া সমন্বক হারুনুর রশিদের একক কাব্য গ্রন্থ ‘শতরূপা’ বইগুলো বিভিন্ন শাখা প্রধানের হাতে তুলে দেয়া হয়।
অভিষেক অনুষ্ঠান শেষে সাহিত্য আড্ডায় ঢাকা, খুলনা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের কবি-সাহিত্যিক, শিক্ষক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাহিত্য আড্ডা শেষে গাঙচিল শিল্পীরা গান পরিবেশন করেন।