আগামী ২৬ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) এবারের আসর। এই টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশি হিসেবে দল পেয়েছিলেন সাকিব আল হাসান। তবে দল পেলেও এবারের আসরে খেলতে পারছেন না তিনি।
সিপিএলের এবারের আসরে সাকিবের জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলার কথা ছিল। কিন্তু টুর্নামেন্ট চলাকালীন সময়ে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। যে কারণে দল পেলেও সিপিএলে সাকিবের খেলা হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সাকিবকে অনাপত্তিপত্র (এনওসি) দিচ্ছে না। যে কারণে এবারের সিপিএলে কোন বাংলাদেশির উপস্থিতি থাকছে না।
সিপিএলে সাকিবের রেকর্ডটা দুর্দান্ত। এই প্রতিযোগিতায় দুইটা আলাদা দলের হয়ে তার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব আছে। এছাড়া টি-২০তে তার সেরা বোলিং ফিগার ৬ রানে ৬ উইকেটও (৬/৬) এই সিপিএলেই।