পবিত্র ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘সাইকো’ সিনেমার প্রচারণায় শেরপুরের ঐতিহ্যবাহী সিনেমা হলে বসে দর্শকদের সাথে ছবি দেখেছেন ছবিটিরি নায়ক রোশান, নায়িকা পূজা চেরি ও পরিচালক অনন্য মামুনসহ অন্যান্য কলাকুশলীরা।
শুক্রবার (১৫ জুলাই) বিকেলে শহরের রঘুনাথবাজারস্থ রূপকথা সিনেমা হলে আসেন তারা। ছবির দর্শকদের সাথে তারা কথা বলেন ও ভক্তদের আবদার মেটাতে ছবি তুলেন। এসময় শেরপুরের রূপকথা হলের স্বত্ত¡াধিকারী শুভ্র রায়সহ সাইকো ছবির অন্যান্য কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
তারা হল পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, একটা সময় হল ছাড়া সিনেমা দেখার কোন সুযোগ ছিল না। এখন এ্যান্ড্রয়েড ফোন, টেলিভিশনসহ নানা মাধ্যমে দর্শক ছবি দেখতে পারছে। আগে ছবি হলেই দর্শক হলে হুমড়ি খেয়ে পড়তেন। এখন পরিবেশ পরিবর্তন হয়েছে। দর্শক ভালো পরিবেশ ভালো গল্পের ছবি দেখতে চান। সাইকো সিনেমাটি দেশের সব ধরনের দর্শকদের কথা বিবেচনায় রেখেই বানানো হয়েছে। এর ফলাফলও বেশ ভালোই পাওয়া যাচ্ছে।
ছবির পরিচালক অনন্য মামুন বলেন, সাইকো একটি ভালো মানের ছবি বলেই আমরা এখানে আসছি। দর্শকদের সাথে বলে ছবি দেখলাম এবং দর্শকদের প্রতিক্রিয়া জানলাম। তিনি আরো বলেন, একটি ছবি ভালো হলেই যে শুধু প্রশংসা করবেন তা নয়, ছবি খারাপ হলেও তার গঠনমূলক সমালোচনা করবেন। এতে করে আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে পারবো।
ছবির নায়ক রোশান বলেন, আমাদের দেশে এখনও অনেক ভালো মানের ছবি তৈরী হয়, সেগুলো আসলে সেভাবে প্রচার পায় না। তাই আমি দর্শকদের উদ্যেশে বলবো, আপনারা হলে আসুন, আমাদের ছবি দেখুন, তবেই আরো অনেক ভালো ভালো ছবি তৈরী হবে এবং চলচিত্রের সেই সোনালী দিন আবারও ফিরে আসবে। ’
এই ছবির নায়িকা পূজা চেরি বলেন, দর্শকরা আসলে ভালো গল্পের ছবি দেখতে চায়, সাইকো ছবিতে সেই ভালো গল্প আছে, ভালো ডায়ালগ আছে, ভালো কাস্টিং আছে। আমাদের আগের ছবিগুলো খুবই হয়েছে এবং দর্শক ভালো ভাবেই একসেপ্ট করেছে। তাই আশা করছি আগামীতে বাংলাদেশের ছবির ভবিষ্যত আবারও ঘুরে দাড়াবে। এছাড়া শেরপুরে আসার মূল উদ্যেশ হলো মফস্বলের সিনেমা হলগুলো সিনেপিক্স নয় বা এসি নেই। এখানে গরমের মধ্যে দর্শকরা কীভাবে কষ্ট করে হলে বসে ছবি দেখে তা দেখতে এবং দর্শকদের সাথে সেই কষ্টের শেয়ার করতেই শেরপুর আসা।
উল্লেখ্য, অনন্য মামুনের পরিচালনায় ‘সাইকো’ সিনেমাটি এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে। সিনেমাটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন রোশান ও পূজা চেরি। রোশান-পূজা ছাড়াও ভিলেনের চরিত্রে অভিনয় করেছেন রিও। এছাড়া অন্যান্যের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শহিদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী। সাইকো সিনেমাটি প্রযোজনা করেছে সেলিব্রেটি প্রডাকশন। বাংলাদেশ ও নেপালে ছবিটির শুটিং করা হয়েছে।