সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতা বন্ধসহ এর সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে শেরপুরে জেলা উদীচীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ ও আলোর মিছিল করা হয়েছে। ২২ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় চকবাজার এলাকার কেন্দ্রিয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই কর্মসূচি পালিত হয়।
জেলা উদীচীর সভাপতি অধ্যাপক তপন সারওয়ারের সভাপতিত্বে আলোর মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রিতেশ মালাকার, সাবেক সাধারণ সম্পাদক এস এম আবু হান্নান, ৭১এর ঘাতক দালাল নির্মূল কমিটি, শেরপুর জেলা শাখার সভাপতি আ স ম সোহেল নয়ন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সদর উপজেলা শাখার সভাপতি মো. সোলায়মান হোসেন, বাংলাদেশ মহিলা পরিষদ, শেরপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আঞ্জুমান আরা যুথী প্রমুখ।
এতে বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ রবীন্দ্র সংগীত শিল্পী সংস্থা, পাতাবাহার খেলাঘর আসর, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, মুক্তিযুদ্ধ জাদুঘর-শহীদ মোস্তফা পাঠাগার ও অঞ্জলি আবৃত্তি নিকেতনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
পরে একটি আলোর মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়।