ক্ষণজন্মা চিত্রনায়ক সালমান শাহ। পূর্ণদৈর্ঘ্যে চলচ্চিত্রে, স্বল্পদৈর্ঘ্যে ক্যারিয়ার তার। হিসেবটা ৩ বছর ৫ মাস ১২ দিনের আর ২৭ টি চলচ্চিত্রের। এই স্বল্প সময়েই দেশে কাঁপিয়েছেন সালমান শাহ। তার বিদায়ের এতো বছর পরও সামাজিক যোগাযোগ মাধ্যম, টেলিভিশনের প্রতিবেদন দেখলে বোঝা যায় কতটা জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন এ নায়ক। মানুষ এখনো তাকে স্বপ্নের নায়কই মনে করেন।
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর, রহস্যজনক মৃত্যুতে পৃথিবী থেকে বিদায় নেন এই নায়ক। দেখতে দেখতে ২৩ বছর হয়ে গেল সালমান শাহ নেই৷ চোখের দেখায় তিনি নেই৷ তবে সালমান আছেন এদেশের সিনেমার গর্বিত ইতিহাসে অমর নায়ক হয়ে। আসছে ৬ সেপ্টেম্বর সালমান শাহ’র মৃত্যুবার্ষিকীতে প্রিয় নায়কের স্মরণে বাংলাভিশনের ‘মিউজিক ক্লাব’র বিশেষ আয়োজনে গাইবেন সময়ের জনপ্রিয় দুই কণ্ঠশিল্পী লুইপা ও সাব্বির।
সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে অতিথির সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন। গানের পাশাপাশি দুই শিল্পী কথা বলবেন তাদের জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা, জানা অজানা তথ্যসহ ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে।
‘মিউজিক ক্লাব’-এর এই পর্বটি বাংলাভিশনে প্রচার হবে বুধবার রাত ১১টা ২৫মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন নাহিদ আহমেদ বিপ্লব।