শেরপুরের এসএসসি ১৯৮৬/৮৭ সালের ব্যাচের সংগঠন সার্কেল-৮৬/৮৭ এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে সম্প্রতি সার্কেলের বন্ধু শুভ্র সাহার মা পরলোকগমন করায় তার আত্মার শান্তি কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয়।
এরপর সার্কেলের আহ্বায়ক ডা. রুহুল কুদ্দুস রুহুল রূপম ময়মনসিংহ কমিউনিট বেইসড মেডিকেল কলেজ এর সহযোগী অধ্যাপক থেকে অধ্যাপক পদন্নতি পাওয়া তাকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন এবং মিস্ট মুখ করানো হয়। এরপর সার্কেল এর আরেক বন্ধু কানু চন্দ চন্দ্র শেরপুর চেম্বার অব কমার্সের দ্বি-বার্ষিক নির্বাচনে সহযোগী গ্রুপ থেকে পরিচাল পদে নির্বাচন করায় তাকে সার্কেলের পক্ষ থেকে সার্বিক সহযোগী করার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
সভায় বক্তব্য রাখেন শুভ্র সাহা, কানু চন্দ চন্দ্র, প্রশান্ত সাহা, মো. সওকত হোসেন, আনিছুর রহমান লিখন, এ্যাপোলো, এলমে চাদ সোহাগ, গোলাম সাদি প্রমূখ। সভার সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক রফিক মজিদ। সবশেষে সার্কেলের পক্ষ থেকে পরবর্তি পরিবার নিয়ে শীতকালীন বাৎসরিক উৎসব পালনের জন্য পরবর্তি সভায় সিদ্ধান্ত গ্রহনের মধ্য দিয়ে সভার কাজ শেষ করা হয়।