শেরপুর জেলা শহরের এসএসসি ১৯৮৬/৮৭ ব্যাচের শিক্ষার্থীদের জনপ্রিয় সংগঠন ‘সার্কেল-৮৬/৮৭’ এর বার্ষিক জম্পেশ মিলন মেলা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
১ মার্চ শুক্রবার দিন ব্যাপী এ মিলন মেলা অনুষ্ঠিত হয় জেলার সীমান্তবর্তী ঝিনাইগাতি উপজেলার গজনি এলাকার ‘বনরাণী রিসোর্টে’। এসময় সার্কেলের প্রায় অর্ধশতাধিক সদস্য বা বন্ধুদের স্ত্রী-সন্তানরা উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী এ মিলন মেলায় দুপুরের নিজেদের পরিবারের সদস্যদের মাঝে পরিচয়, আড্ডা, জেলার ঐতিহ্যবাহি গারো পাহাড়ের সীমান্তবর্তী গজনি এলাকার শাল-গজারি বাগানে ঘুরাঘুরি, নানা বয়সের শিশুদের খেলা-ধূলা, স্ত্রী ও বন্ধুদের মাঝে খেলা-ধূলা, ম্যাজিক প্রদর্শন, র্যাফেল ড্রসহ বেশ কয়েকটি বিশেষ পুরস্কারের মাধ্যমে দিন ব্যাপী মেতে উঠে বনরাণী রিসোর্ট।
সার্কেলে সভাপতি অধ্যাপক ডা. রুহুল কুদ্দুস রূপমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভিন্ন খেলার পুরস্কার বিতরণী সভায় বক্তব্য রাখেন তরুন শিল্পপতি ও রাজনৈতিক ব্যাক্তিত্ব মো. আনিসুর রহমান আনিস, ডা. রতন মাহমুদ, বিশিষ্ট ব্যবসায়ী জাকির হোসেন বাচ্চু, জয়েন উদ্দিন মাহমুদ জয়, সুব্রত সাহা শুভ্র, প্রশান্ত সাহা, সাংবাদিক রফিক মজিদ, অধ্যাপক মোখলেছুর রহমান বিপু, প্রভাষক মো. শওকত হোসেন প্রমূখ।