সাম্প্রতিক
– অভিজিৎ চক্রবর্ত্তী
আমাজন পুড়ে যাচ্ছে
মহাজন আমোদ করছে
বৃক্ষের বুক চিঁড়ে
কবিতা লেখছে কবি।
সচেতনার সেমিনারে
খাবার আসছে পলিথিন পুরে
পানের পিকে বেরঙা দুচালা
আন্তঃসিকিউটির দেয়াল জুড়ে
নিরাপত্তাহীনতার ছায়া
নদীর চরের মতো অনিশ্চিত ভবিষ্যৎ
পেন্ডুলামের সূক্ষ কাঁটার মতো দুলছে
সমুদ্রকে নতুন করে হাতে নিয়ে দেখছে
পৃথিবী নামক অবুঝ শিশুটি
সারা শহরে সাদা-কালো পোস্টার ছেপেছে
“মানুষ শব্দটি হারিয়ে গেছে”
মানুষের চেয়ে নির্বোধ প্রাণীগুলো
ফুঁপিয়ে উঠে জ্বলছে
প্রতিদিন চোখ থেকে পড়া অশ্রুগুলো বলছে
“মানবতা পালিয়ে গেছে রাষ্ট্রের কাঁটাতারে”
বেঁচে থাকতে ভয়ে ভয়ে গায়ে পানি মাখছে
গভীরে প্রতিষ্ঠিত শূয়োর
মহাকাল আমায় বাঁচতে দাও!
ঈশ্বর আমায় বাঁচতে দাও!
ক্ষমতাসীন আমাদের বাঁচতে দাও!
কবিতা বলে না মানার অধিকার আপনার
সেক্ষেত্রে এ আমার প্রতিবাদী ইশতেহার ।
অভিজিৎ চক্রবর্ত্তী,
শিক্ষার্থী ও তরুণ কবি।
(শেরপুর টাইমস ডট কমের “সাহিত্য পাতা” সকলের জন্য উন্মুক্ত। আপনার স্বরচিত ছড়া- কবিতা, গল্প ও প্রবন্ধ প্রকাশের জন্য ইমেল করুন sherpurtimesdesk@gmail.com এই ঠিকানায়।)