শেরপুর জেলা পুলিশের উদ্যোগে জেলা থেকে পরিচালিত বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপ এডমিনদের নিয়ে ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও ভুল তথ্য উপস্থাপন প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৩ নভেম্বর সোমবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম।
ওইসময় পুলিশ সুপার মোনালিসা বেগম বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ফেসবুক গ্রুপে গুজব ও ভুল তথ্য ছড়ানো, ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্র ও সরকার বিরোধী প্রচারনা, সাইবার বুলিং, নাশকতা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রচেষ্টা প্রতিরোধে করে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
সভায় সদ্য পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. খোরশেদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ সাইদুর রহমান, ডিআইও-১ মোহাম্মদ জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা সোশ্যাল মিডিয়া এডমিন এ্যাসোসিয়েশনের সমন্বয়ক ইমরান হাসান রাব্বীসহ জেলার বিভিন্ন সোশ্যাল মিডিয়া এডমিনগণ উপস্থিত ছিলেন।