আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দল ও সরকারের ভাবমূর্তি ঠিক রাখতে দলকে আগাছামুক্ত করতে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বিকালে কক্সবাজার জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় তিনি বলেন, যত বড় নেতাই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। টেন্ডারবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, চাঁদাবাজরা সাবধান হয়ে যাও, শেখ হাসিনার অ্যাকশন শুরু হয়ে গেছে।
কাদের বলেন, শেখ হাসিনা ও তার সরকার এদেশের জনগণের সাথে রয়েছে। বিশেষ করে টেকনাফবাসী যারা রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে তাদের পাশে শেখ হাসিনা রয়েছেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা সভাপতিত্বে প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ও পানি সম্পদ প্রতিমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।