বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে রাফিয়া আক্তার (১১) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
রাফিয়া উপজেলার চরামদ্দি ইউনিয়নের দিয়ারচর এলাকার রহিম সিকদারের মেয়ে। সে পশ্চিম চরামদ্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী ছিল।
সোমবার (১৭ অক্টোবর) দিনগত রাত ১১টার দিকে সাপে তাকে দংশন করলেও ঘণ্টাখানেক পর মৃত্যু হয়।
স্বজনরা জানান, রাত ১১টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয় রাফিয়া। কিছুক্ষণ পর ঘরে ফিরলে তার বাবা দেখন রাফিয়ার পা থেকে রক্ত ঝড়ছে। এরপর রাফিয়ার কাছে রক্ত বের হওয়ার কারণ জানতে সে তার বাবাকে জানায় পোকা জাতীয় কিছু একটা কামড় দিয়েছে। কিন্তু তার বাবার মনে সন্দেহ হয়। এরপর তার বাবা রাফিয়াকে নিয়ে স্থানীয় একজন ওঝার (সাপুড়ে) কাছে রওনা হন। তবে পথেই রাফিয়ার মৃত্যু হয়।
চরামদ্দি ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন খোকন জানান, দিয়ারচর এলাকায় সাপের কামড়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে বলে স্থানীয় মেম্বারের (সদস্য) মাধ্যমে জানতে পেরেছেন। বিষয়টি দুঃখজনক।