লিভারপুল ছেড়ে তার বায়ার্ন মিউনিখে যাওয়ার গুঞ্জন ক্রমেই জোরালো হচ্ছে।
তবে সাদিও মানের মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়েনি। দীর্ঘ ক্লাব মৌসুম শেষে দেশের হয়ে মাঠে নেমেই হ্যাটট্রিক করলেন লিভারপুল ফরোয়ার্ড। আফ্রিকান নেশন্স কাপের বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে শনিবার মানের হ্যাটট্রিকে বেনিনকে ৩-১ গোলে হারিয়েছে বর্তমান চাম্পিয়ন সেনেগাল।
১০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এটাই মানের প্রথম হ্যাটট্রিক। হ্যাটট্রিকের পথে হেনরি কামারাকে (২৯) ছাড়িয়ে সেনেগালের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ডটিও একান্ত নিজের করে নিয়েছেন মানে (৩২)।