সাংবাদিক দম্পত্তি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত করছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর উত্তরায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) হেডকোয়ার্টার্সে কল্যাণ সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাগর-রুনি আমার নির্বাচনী এলাকায় থাকতেন। তাদেরকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম। হত্যা মামলাটি তদন্ত করছে র্যাব। তবে এ মামলার তদন্তে এখন পর্যন্ত কতটুকু অগ্রগতি হয়েছে তা জানা হয়নি। তবে যেকোনো মুহূর্তে তদন্তের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে ভালো খবর পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
আসাদুজ্জামান খান বলেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গোয়েন্দারা কাজ করছে, আদালত থেকে মামলার তদন্তের ভার র্যাবকে দেওয়া হয়েছে। তারা কাজ করছেন। আমি আশাবাদী র্যাব সঠিক রহস্য উদঘাটন করতে পারবে। অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে কল্যাণ সভায় অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) মো. মোখলেসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ,২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের কোনও এক সময় পশ্চিম রাজাবাজারের একটি ভাড়া বাসায় দুর্বৃত্তদের হাতে খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। হত্যাকাণ্ডের চার বছর পার হলেও এই মামলার তদন্তে কোনও অগ্রগতি নেই। আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বারবার বলা হয়েছে, হত্যাকাণ্ডটি ‘সবোর্চ্চ গুরুত্ব’ দিয়ে তদন্ত করা হচ্ছে। কিন্তু বাস্তব চিত্র উল্টো। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হলেও খুনিরা এখনও রয়েছে ধরাছোঁয়ার বাইরে ।
নিহত রুনির ভাই নওশের আলম রোমান বলেন,‘পুরো তদন্ত কার্যক্রমেই আমরা হতাশ। চার বছরেও ঘটনার কোনও কুলকিনারা হলো না। আদৌ হবে কিনা তাও কারও জানা নেই।’