‘মানিকে মাগে হিতে’ গান গেয়ে ভাইরাল হওয়া সেই শ্রীলঙ্কান সংগীতশিল্পীর কথা মনে আছে? হ্যাঁ, বলা হচ্ছে নতুন প্রজন্মের তুমুল জনপ্রিয় শ্রীলঙ্কান শিল্পী ইয়োহানির কথা। তার পুরো নাম ইয়োহানি ডি সিলভা।
ইয়োহানি শনিবার (৫ আগস্ট) আবার নতুন করে আলোচনায় এসেছেন বাংলাদেশের ক্রিকেট তারকা সাকিব আল হাসানের সঙ্গে ছবি তুলে।
সাকিব আল হাসান লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলতে এখন শ্রীলঙ্কায় রয়েছেন। এদিকে এলপিএলের উদ্বোধনী আয়োজনে গান পরিবেশনের জন্য ক্রিকেটারদের সঙ্গে ‘মানিকে মাগে হিতে’ গায়িকা ইয়োহানির সাক্ষাতের সুযোগ হয়েছে।
এ সময়ে ইয়োহানি সাকিব আল হাসানকে কাছে পেয়ে বেশ উচ্ছ্বসিত হয়েছেন। তার সঙ্গে ছবি তোলেন। শুধু তাই নয় শ্রীলঙ্কান সংগীতশিল্পী তার ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেছেন।
জানা গেছে, সাকিব আল হাসান এলপিএলের দল গল টাইটানসে খেলছেন।
গত রোববার শ্রীলঙ্কার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী আয়োজনে ‘মানিকে মাগে হিতে’ পরিবেশন করেছেন ইয়োহানি। সাকিবের সঙ্গে ইয়োহানির তোলা এ ছবি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।