সিরাজগঞ্জের শাহজাদপুরে আওয়ামী লীগের দু’পক্ষে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল নিহতের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শেরপুর প্রেসক্লাব। ৪ ফেব্রুয়ারী শনিবার দুপুরে শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আধার ও সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় নিয়ে তাদের শাস্তির দাবি জানানো হয়। একইসাথে নিহত শিমুলের আত্মার শান্তি কামনাসহ তার শোকসন্ত্রপ্ত পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করা হয়।
এদিকে ওই ঘটনায় আরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নালিতাবাড়ী প্রেসক্লাবের আহবায়ক এম এ হাকাম হীরা।
উল্লেখ্য, বৃহস্পতিবার সিরাজগঞ্জের শাহজাদপুরের মনিরামপুরে আওয়ামী লীগের দু’পক্ষের সংঘর্ষের সময় সংবাদ সংগ্রহ করতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে সমকালের শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুলের মৃত্যু হয়।
শেরপুর টাইমস - শেরপুর জেলাভিত্তিক প্রথম অনলাইন সংবাদ মাধ্যম। শেরপুরের সংবাদের প্রাধান্য দিয়ে দেশ ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ সংবাদ পাঠকের কাছে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য। এছাড়া তারুণ্য ভিত্তিক ইতিবাচক গল্প, শেরপুরের ইতিহাস ঐতিহ্য ও পর্যটনকে এগিয়ে নেয়ার জন্য আমরা অঙ্গিকারাবদ্ধ।