শেরপুরে শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক, শিক্ষক, লেখক, সাংস্কৃতিক কর্মী শাহ আলম বাবুলের সপ্তম মৃত্যুবার্ষিকী আজ (১১ ফেব্রুয়ারি)।
তিনি ২০১৫ সালের ৮ ফেব্রুয়ারি ভোর রাতে শেরপুর শহরের নতুন বাস টার্মিনাল এলাকাস্থ বাসায় ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে টানা ৪ দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে থাকাবস্থায় ১১ ফেব্রুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে শহরের বাগরাকসাস্থ বাসায় এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে।
শাহ আলম বাবুল শেরপুর জেলা সিপিবি ও উদীচী শিল্পী গোষ্ঠীর যুগ্ম সাধারণ সম্পাদক এবং অনলাইন নিউজপোর্টাল শ্যামলবাংলা২৪ডটকম’র প্রতিষ্ঠাতা পরিচালক ও নির্বাহী সম্পাদকসহ অনেক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।
এছাড়াও তিনি সদরের ফসিহ উল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
সপ্তম মৃত্যুবার্ষিকীতে তার বিদেহী আত্মার মাগফেরাত ও পরিবারের সকল সদস্যের ভবিষ্যত সফলতা কামনায় শ্যামলবাংলা২৪ডটকম পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে।