জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য, ঢাকা সাব-এডিটর কাউন্সিলের নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ডিস্ট্রিকনিউজ২৪-এর উপদেষ্টা সম্পাদক মো. শামীম মাশরেকী আর নেই। মঙ্গলবার সকালে রেলযোগে ঈশ্বরগঞ্জ থেকে ঢাকা আসার পথে ট্রেনে তার হার্ট অ্যাটাক হয়। জিআরপি পুলিশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন (ইন্নালিলাহি—রাজিউন)।
তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা সদরে মা-বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হয়েছে।
মাশরেকীর মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ, সাধারণ সম্পাদক ইলিয়াস খান এবং ঢাকা সাব-এডিটর কাউন্সিলের সভাপতি মামুন ফরাজী ও সাধারণ সম্পাদক আবুল হাসান হƒদয় গভীর শোক প্রকাশ করেছেন।